BRAKING NEWS

সাঁওতালি মাধ্যমের স্কুলে নেই স্কুল ভবন নেই শিক্ষক, চূড়ান্ত সমস্যায় পড়ুয়ারা

সাঁওতালি মাধ্যমের স্কুলে নেই স্কুল ভবন নেই শিক্ষক, চূড়ান্ত সমস্যায় পড়ুয়ারা, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুরের দুই সাঁওতালি মাধ্যম স্কুল বড় মাগুরগেড়্যা হাই স্কুল ও পাঁচখুরী সাতগেড়্যা হাই স্কুল ধুঁকছে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে৷ কোথাও নেই স্কুল ভবন-হোস্টেল, কোথাও নেই শিক্ষক। ব্যাহত হচ্ছে পঠনপাঠন। দ্রুত পদক্ষেপের দাবিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা৷

সাঁওতালি মাধ্যম বড় মাগুরগেড়্যা হাই স্কুল মেদিনীপুর সদর ব্লকে অবস্থিত৷ স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। ফলে স্বেচ্ছাসেবক শিক্ষক শিক্ষিকারা স্কুলে পাঠদান করে স্কুলের পঠনপাঠন টিকিয়ে রেখেছেন৷ অন্যটি পাঁচখুরী সাতগেড়্যা হাই স্কুল। সম্প্রতি সেটি হাই স্কুলে উন্নীত হয়েছে৷ কিন্তু নেই পর্যাপ্ত স্কুল ভবন। ফলে বাধ্য হয়ে জুনিয়র সেকশনের ভবনেই চলছে ক্লাস৷

ডেবরা ব্লকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন বিধায়ক হুমায়ুন কবীরের

ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির তরফে বুধবার জেলাশাসকের কাছে স্বেচ্ছাশ্রম দেওয়া শিক্ষক শিক্ষিকাদের তালিকা জমা দিয়ে পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগের দাবি জানানো হয়েছে৷ যতদিন পর্যন্ত না পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ হচ্ছে, তাঁদের পর্যাপ্ত ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে৷ সেই সঙ্গে বড় মাগুরগেড়্যা হাই স্কুলে হোস্টেল ও পাঁচখুরী সাতগেড়্যা হাই স্কুলে ভবনের নির্মানের আর্জি জানানো হয়েছে জেলাশাসকের কাছে৷

দুর্নীতির তদন্তে এসে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধিরা, মিলে গেল অজিত মাইতির হুঁশিয়ারি