‘রাবণের রাজত্ব’ শেষ করতে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ডাক ভারতী ঘোষের

'রাবণের রাজত্ব' শেষ করতে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ডাক ভারতী ঘোষের

রাজ্যের শাসক দলকে ‘রাবণের রাজত্ব’ আখ্যা দিয়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিয়ে সেই রাজত্ব শেষ করার ডাক দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। বৃহস্পতিবার দুপুরে বিজেপির খড়গপুর উত্তর মণ্ডলের উদ্যোগে শুশুনিয়াতে অর্জুনী অঞ্চলে আয়োজিত এক দলীয় সম্মেলনে যোগ দেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি’র মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিশ্র, জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক তপন ভূঁইয়া, বিজেপি’র খড়গপুর উত্তর মন্ডলের সভাপতি বুদ্ধদেব পলমল প্রমুখরা।

আরও পড়ুন:  “বঙ্গ বিজেপি নিশ্চিন্তে চুরি করতে দেবে না”, মানসের পাল্টা দিলেন দিলীপ ঘোষ

এইদিন ভারতী ঘোষ বলেন, “সমবেত ভাবে রাবণের খেলা বন্ধ করতে হবে। আপনাদের কাছে সেই অস্ত্র আছে যা দিয়ে রাবণের রাজত্ব শেষ করা যায়। এটা আপনাদের মানসিক শক্তি। ভয়টাকে হাড়ি বন্ধ করে দিন যতদিন না পঞ্চায়েত নির্বাচন শেষ হচ্ছে।” তিনি বলেন, “আপনারা একসাথে সমবেত ভাবে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেবেন। এই অঞ্চলে একটাও মনোনয়ন যেন বাদ না হয়৷ আমরা আপনাদের জেতাবো৷”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর যাঁরা পাননি, নামের তালিকা তৈরি করে রাখবেন। আমরা আপনাদের কথা দিল্লীতে নিয়ে যাবো, কিন্তু যাঁরা দেখতে আসছেন তাঁরা যেন জানতে পারেন কি কি হকের জিনিস আপনারা পাননি।” তিনি অভিযোগ করেন, কোভিডের সময়ে রেশনের অনেক জিনিস আপনাদের ঘরে পৌঁছায়নি। কিছু জিনিস পৌঁছালেও, অনেক কিছু পৌঁছায়নি। এখন তৃণমূলের নেতারা যদি আপনাদের ঘরে টোকা দিয়ে কথা বলে যায়, বলে তারা দিদির দূত আপনারা কি করবেন? যদি চোর বাড়িতে আসে আপনারা কি করবেন?”

আরও পড়ুন:  “দিদির দূতেরা মাল কামাচ্ছে, কোথায় টাকা পাওয়া যায় সেই টাকা খুঁজছে”, তীব্র আক্রমণ শুভেন্দুর

রিপোর্ট- অর্পণ ভট্টাচার্য্য, পশ্চিম মেদিনীপুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ