চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
আগামী কয়েকদিন সংস্কারের কাজ চলবে পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে। সেই কারণে ১৭ আগস্ট রাত ১১টা থেকে ২১ আগস্ট রাত ১১টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্কার শেষে লোড টেস্টের জন্য আগামী ১৭ আগস্ট রাত ১১টা থেকে ২১ আগস্ট রাত ১১টা পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কে কংসাবতী নদীর উপর দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে যানবাহন ও লোক চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। জেলা পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেদিনীপুর থেকে খড়গপুর বা কলকাতা যাওয়ার জন্য ধর্মা, কেশপুর, লঙ্কাগড়, রাজনগর, বকুলতলা, খুকুড়দহ, মেছোগ্রাম হয়ে যেতে হবে। ধর্মা থেকে সব ধরনের গাড়ি কেশপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। চৌরঙ্গী ও মোহনপুর থেকে সব গাড়ি মেছোগ্রামের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।