Jhargram : জামশেদজী টাটার জন্মদিন পালন পাতিনা গ্রামের আশুতোষ বিদ্যানিকেতনে

Jhargram : জামশেদজী টাটার জন্মদিন পালন পাতিনা গ্রামের আশুতোষ বিদ্যানিকেতনে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শুক্রবার ঝাড়গ্রাম জেলার পাতিনা গ্রামের আশুতোষ বিদ্যানিকেতনে জামসেদ জী টাটার জন্মদিন পালন করলো স্কুলের ছাত্রছাত্রীরা। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও আঁকাআঁকির মাধ্যমে দিনটি পালন করে তারা।

এইদিন ঝাড়গ্রামের টাটা দে এন্ড সন্স মার্কেটিং-এর পক্ষ থেকে আশুতোষ বিদ্যানিকেতনে জামসেদ জী টাটার জন্মদিন উপলক্ষ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হয় বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর খেলা। জামসেদ জীর জন্মদিন উপলক্ষ্যে একটি বিশাল আকৃতির কেক কাটাও হয়। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ছিল মধ্যহ্নভোজনের আয়োজন।

আরও পড়ুন:  Medinipur : এবার কি বন্ধ হবে সরকারি স্কুল! জেলায় ৬০১টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ এর কম, ঝাড়গ্রামে ৪৭৯টি

ঝাড়গ্রাম আর্ট কলেজের তরফে আয়োজিত হয়েছিল এক কর্মশালার। উপস্থিত ছিলেন আর্ট কলেজের কর্ণধার সঞ্জীব মৈত্র, বিদ্যালয়ের কর্ণাধার শুভঙ্কর দত্ত প্রমুখরা। আর্ট কলেজের কর্ণধার সঞ্জীব মৈত্রের তত্ত্বাবধানে আর্টের কর্মশালার মাধ্যমে কচিকাঁচারা শালপাতার টুপি, নানান হাতের কাজ ও আকর্ষক চিত্রাঙ্কন শেখে। বিদ্যালয়ের তরফে বিদ্যালয়ের কর্ণাধার শুভঙ্কর দত্ত এই ধরনের কর্মশালায় তাঁদের স্কুলকে বেছে নেওয়ার জন্য টাটা দে সন্স মার্কেটিং ও আর্ট কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ