বনগাঁ থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগে তিন বিজেপিকর্মীকে গ্রেফতারবকরে আদালতে পেশ করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ এর কালুপুরে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় কালুপুরে বিজেপির উদ্যোগে কর্মী সভায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের উপস্থিতিতে নতুন সদস্য সংগ্রহ চলছিল। নতুন সদস্যদের ফর্ম পূরণের সময় ঝামেলার সূত্রপাত হলে পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণব শূর ও তাঁর স্ত্রী লতিকা শূরকে মারধর করা হয় বলে অভিযোগ। বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয় বিজেপি-র চাঁদপাড়া পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদক বিজয় মণ্ডল এবং অন্য দুই বিজেপি কর্মী দীনবন্ধু তরফদার ও পরিমল বিশ্বাসের বিরুদ্ধে।
সোমবার তাঁদের গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। অর্ণব ও লতিকা শূর বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও অভিযুক্তরা বিষয়টিকে সাজানো ঘটনা বলে জানিয়ে অভিযোগ অস্বীকার করেছেন।