BRAKING NEWS

পিংলায় ভাঙন বিজেপি’তে, মণ্ডল সভাপতি সহ ৩০টি পরিবার তৃণমূলে

পিংলায় ভাঙন বিজেপি’তে, মণ্ডল সভাপতি সহ ৩০টি পরিবার তৃণমূলে, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
ধনেশ্বরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তিন নম্বর ধনেশ্বরপুর অঞ্চলের বৈঠকে বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন বিজেপির পিংলা পশ্চিম মন্ডলের এসটি সেলের সভাপতি সুশান্ত টুডু সহ ৩০টি পরিবার। বড়সড় ভাঙন বিজেপি’তে।

কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা উপলক্ষ্যে ধনেশ্বরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস বৈঠকের আয়োজন করে। সেখানে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি, পিংলা পঞ্চায়েত সমিত পূর্ত কর্মাধ্যক্ষ চন্ডীচরণ সামন্ত, ধনেশ্বরপুর অঞ্চল সভাপতি বিকাশ মাইতি, পিংলা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আজাদ খান প্রমুখের উপস্থিতিতে বিজেপির পিংলা পশ্চিম মন্ডলের এসটি সেলের সভাপতি সুশান্ত টুডু ও ৩০টি পরিবারের বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দেন। তাঁদের অভিযোগ, বিজেপিতে উন্নয়নের নামে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নেই, কোনও সুযোগসুবিধা মেলে না! মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দলবদলকারীরা।

'মমতার পুলিশ' ও মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর, বার্তা সিপিএম'কেও