চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

গ্রীষ্মকালীন সময়ে রাজ্যের সর্বত্র রক্তের চাহিদা বেশি থাকে। কিন্তু এই সময়ে রক্তদান শিবির বা কর্মসূচি অপেক্ষাকৃত কম হওয়ায় অনেকক্ষেত্রে তৈরি হয় ঘাটতিও। তাই সেই বিষয়টি স্মরণে রেখে খড়গপুর পৌরসভার ২নং ওয়ার্ড তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার খড়গপুরের একটি বেসরকারি অতিথি নিবাসে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

জনপ্রিয় খবর:  Medinipur Skeleton : কংসাবতীর তীরে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য মেদিনীপুরে

রবিবার এই রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০ জনেরও বেশি তৃণমূল কর্মী ও সমর্থক রক্তদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা কাউন্সিলর প্রদীপ সরকার, জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, খড়গপুর শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিবেকানন্দ চৌধুরী প্রমুখরা।