BRAKING NEWS

মেদিনীপুরে রক্তদান শিবির, আয়োজনে এসএফআই-ডিওয়াইএফআই

মেদিনীপুরে রক্তদান শিবির, আয়োজনে এসএফআই-ডিওয়াইএফআই, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে বাম ছাত্রযুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই-এর মেদিনীপুর শহর পূর্ব লোকাল কমিটির উদ্যোগে সোমবার আয়োজিত হল রক্তদান শিবির। মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে।

সোমবার ছিল নেতাজি সুভাষ চন্দ্রের ১২৬ তম জন্মদিবস। দেশপ্রেম দিবস উপলক্ষ্যে এই দিন বাম ছাত্রযুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই-এর মেদিনীপুর শহর পূর্ব লোকাল কমিটির অলিগঞ্জ ডাক শ্রমিক ভবনে তরফে আয়োজিত রক্তদান শিবিরে ১১ জন যুবতী সহ ৫৬ জন রক্তদাতা রক্তদান করেন। বিশিষ্ট শিশু চিকিৎসক বি.বি মন্ডল রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক সুমিত অধিকারী, এসএফআই-এর জেলা সভাপতি সুকুমার মাঝি প্রমুখরা।

জঙ্গলমহল উৎসব শুরু, মেদিনীপুর কলেজ ময়দানে চলবে শুক্রবার পর্যন্ত