দুর্নীতির তদন্তে এসে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধিরা, মিলে গেল অজিত মাইতির হুঁশিয়ারি

দুর্নীতির তদন্তে এসে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধিরা, মিলে গেল অজিত মাইতির হুঁশিয়ারি

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
দুর্নীতির তদন্তে পশ্চিম মেদিনীপুরে এসে জনার্দনপুর এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। তাৎপর্যপূর্ণ ভাবে মিলে গেল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের অজিত মাইতির হুঁশিয়ারি। জনার্দনপুরে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

রাজ্যপ্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরে এসেছেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাতেই জেলার বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা। তাঁদের হাতে অভিযোগ সহ তালিকা তুলে দেন বিজেপি নেতারা। গড়বেতার গনগনিতে অতিথিশালায় রাত্রিবাসের পর বুধবার জেলাশাসক আয়েশা রাণীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এরপর খড়গপুর গ্রামীন এলাকার লছমাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হয়ে কাগজপত্র খতিয়ে দেখেন, কথা বলেন পঞ্চায়েত প্রধানের সঙ্গে। জনার্দনপুর এলাকাতে গ্রামবাসীদের বাড়ি ঘুরে ফিরে দেখে ছবিও তোলেন তাঁরা। সেখানের বিক্ষোভের মুখে পড়েন প্রতিনিধিরা।

আরও পড়ুন:  গড়বেতার নলবনায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি

কেন্দ্রীয় প্রতিনিধিদের তদন্তে আসা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের অজিত মাইতি বলেছিলেন, “ওনারা গ্রাম উন্নয়নের বিষয় দেখতে এলে ফুল মার্কস পাবো যা উন্নতি হয়েছে। তবে আবাস যোজনা ইস্যুতে এলাকায় গেলে মানুষের বিক্ষোভের মুখে পড়তে পারেন।” যা তাৎপর্যপূর্ণ ভাবে মিলে গেল। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে জনার্দনপুর এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধিদের বিক্ষোভ দেখান স্থানীয়রা। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীদের বক্তব্য, ‘কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় তাঁরা বকেয়া টাকা পাচ্ছেন না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ