BRAKING NEWS

ডেবরা সহ জেলার নানা জায়গায় কেন্দ্রীয় দল, জেলাশাসকের সঙ্গে বৈঠক

ডেবরা সহ জেলার নানা জায়গায় কেন্দ্রীয় দল, জেলাশাসকের সঙ্গে বৈঠক, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিক কেন্দ্রীয় দল। বিভিন্ন জায়গায় কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি জেলাশাসক আয়েশা রানীর সঙ্গেও বৈঠক করেন কেন্দ্রীয় দলের সদস্যরা।

মঙ্গলবার ডেবরার ধামতোর বিল্বেশ্বর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার আরও একাধিক জায়গায় কাজকর্ম খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিদের আরও কয়েকটি দল। গ্রাম পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখতে জেলাশাসকের দপ্তরে আসে একটি প্রতিনিধি দল। জেলাশাসকের সঙ্গে বৈঠকও করেন তাঁরা।

মেদিনীপুরে পুলিশ লাইন ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, উদ্যোগে জেলা প্রশাসন