Train Update : জঙ্গলমহলবাসীর জন্য সুখবর! চক্রধরপুর এক্সপ্রেস ও পুরুলিয়া এক্সপ্রেস দাঁড়াবে নতুন স্টপেজে

Train Update : জঙ্গলমহলবাসীর জন্য সুখবর! চক্রধরপুর এক্সপ্রেস ও পুরুলিয়া এক্সপ্রেস দাঁড়াবে নতুন স্টপেজে

জঙ্গলমহলবাসীর জন্য সুখবর! অবশেষে মান্যতা পেল তাদের দীর্ঘদিনের দাবি। হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস আগামী ১৫ মে থেকে থামতে চলেছে যথাক্রমে বিষ্ণুপুর ও ওন্দা গ্রাম স্টেশনে।

আগামী ১৫ মে থেকে ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস বিষ্ণুপুর স্টেশনে এবং ১২৮২৭/১২৮২৮ হাওড়া-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ওন্দাগ্রাম স্টেশনে পরীক্ষামূলক ভাবে স্টপেজ দেবে৷ সম্প্রতি রেল দফতরের তরফে জারি করা হয়েছে এমনই নির্দেশিকা।

আরও পড়ুন:  Train News : নতুন স্টপেজ দেবে একাধিক জঙ্গলমহল হয়ে যাওয়া ট্রেন, জানুন বিস্তারিত

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা কালের আগে হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস বিষ্ণুপুর স্টেশনে এবং হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস ওন্দাগ্রাম স্টেশনে থামতো। কিন্তু করোনা কালের পরে ট্রেন দুটি উক্ত স্টেশনে স্টপেজ দেওয়া বন্ধ করে দেয়। যার ফলে অসুবিধায় পড়ছিলেন জঙ্গলমহলবাসী। স্থানীয় যাত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন স্টপেজ ফিরিয়ে দেওয়ার জন্য। রেল দফতরের কাছে বারংবার ডেপুটেশনও দেওয়া হয়েছে। অবশেষে যাত্রীদের দাবিকে মান্যতা দেওয়া হল রেলের তরফে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ