Medinipur : সংগীতে ছন্দে নৃত্যে প্রাণবন্ত ছান্দসিকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Medinipur : সংগীতে ছন্দে নৃত্যে প্রাণবন্ত ছান্দসিকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সংগীতে ছন্দে নৃত্যে কবিতায় প্রাণবন্ত ছান্দসিকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মেদিনীপুরে রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে শুক্রবার ‘ছান্দসিক’ আবৃত্তি চর্চা কেন্দ্রের তৃতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

এইদিন সুরের মূর্ছনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট বংশীবাদক রঞ্জন জানা। বিশ্ববীণার শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতগুরু জয়ন্ত সাহা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী রথীন দাস, রবীন্দ্র স্মৃতিসমিতির সম্পাদক লক্ষণ ওঝা, বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল সহ মেদিনীপুরের সংস্কৃতি জগৎ ও সমাজসেবা ক্ষেত্রের অন্যান্য বিশিষ্ট জনেরা।

আরও পড়ুন:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

ছান্দসিকের তরফে মেদিনীপুরের সংস্কৃতিকর্মী ও সমাজকর্মীদের সম্বর্ধনা জানানো হয়। অনুপল্লবী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। ছান্দসিকের শিক্ষার্থীরা একক ও সমবেত ভাবে কবিতা পাঠ ও আবৃত্তি করে। পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ