Medinipur : বাল্যবিবাহ প্রতিরোধ সভা চুয়াডাঙ্গা হাইস্কুলে কন্যাশ্রী ক্লাবের

Medinipur : বাল্যবিবাহ প্রতিরোধ সভা চুয়াডাঙ্গা হাইস্কুলে কন্যাশ্রী ক্লাবের

মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে এবং বন্ধুমহলের সহযোগিতায় শুক্রবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্ব প্রতিরোধমূলক আলোচনা সভা।

রাজ্যের বিভিন্ন স্থানে স্কুলের ছাত্রীদের নিয়ে গড়ে তোলা কন্যাশ্রী ক্লাবগুলি বাল্যবিবাহ প্রতিরোধে ও মেয়েদের স্কুলছুট হওয়া আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বিভিন্ন স্কুলে চলে আলোচনা সভা ও সতর্কীকরণও। সেই রকমই এইদিন কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুরের চুয়াডাঙ্গা হাইস্কুলে।

আরও পড়ুন:  Medinipur Lightning : ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত, জেলায় মৃত ৩, আহত ৪

এদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সম্পাদক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক হীরুলাল পাখিরা, শিক্ষিকা সুস্মিতা দাস, পান্না মহাপাত্র, সুমনা সামন্ত প্রমুখরা। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীগণ সভায় উপস্থিত থেকে বাল্যবিবাহ ও অল্প বয়সে মাতৃত্বের বিভিন্ন কুফল বিষয়ে আলোচনা করেন। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সরোজ মান্না। ৭৫ জন ছাত্রী এদিনের আলোচনা সভায় অংশ নিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ