BRAKING NEWS

Bankura : এবার সিভিক ভলেন্টিয়াররাই শিক্ষক! নেবেন কচিকাঁচাদের অঙ্ক ও ইংরাজির ক্লাস

এবার সিভিক ভলেন্টিয়ারদের নতুন অবতার! তাঁরাই নেবেন অঙ্ক ও ইংরাজির ক্লাস। বাঁকুড়া পুলিশের তরফে ‘অঙ্কুর’ প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের অংক ও ইংরাজিতে পারদর্শী করে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যের প্রাথমিক স্কুলগুলির অবস্থা তথৈবচ। অস্বাভাবিক হারে কমেছে ছাত্রছাত্রী সংখ্যা। নেই শিক্ষক শিক্ষিকাও। হাজার হাজার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ৩০ জনেরও কম। এই পরিস্থিতিতে ‘অঙ্কুর’ প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের অংক ও ইংরাজিতে পারদর্শী করে তোলার পদক্ষেপ নিচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জেলার যোগ্য সিভিক ভলেন্টিয়ারদের। জেলার ৫৫ টি সেন্টারে আপাতত প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের অঙ্ক ও ইংরাজি পড়াবেন তাঁরা। জেলার ২৩টি থানা এলাকায় ১২৪ জন প্রশিক্ষিত সিভিক ভলেন্টিয়ার প্রকল্পে অংশ নেবেন। সংশ্লিষ্ট থানা এলাকার প্রতি সেন্টারের দায়িত্বে থাকবেন দুইজন করে সিভিক।

জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারির তরফে জানানো হয়েছে, জেলার প্রত্যন্ত এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে। যে সব এলাকায় শিক্ষার হার কম সেখানে প্রশিক্ষিত সিভিক ভলেন্টিয়াররা ‘অঙ্কুর’ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াবেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই প্রকল্পের ফলে পরবর্তী শিক্ষায় আগ্রহী হবে কচিকাঁচারা এবং দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *