BRAKING NEWS

Medinipur : গোয়ালতোড়ে আত্মহত্যা দিনমজুরে, আর্থিক অনটনই কারণ দাবি পরিবারের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় ভাটমৌদি গ্রামে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করলেন এক দিনমজুর। আর্থিক অনটনের কারণেই আত্মহত্যা বলে অনুমান প্রতিবেশী ও পরিজনদের।

জানা গিয়েছে, ভাটমৌদি গ্রামের বাসিন্দা বাপ্পা দাস (৩৭) পেশায় দিনমজুর ছিলেন। ১৩ বছর ও ৮ বছর বয়সী তাঁর দুই কন্যাসন্তান রয়েছে। পরিজনদের বক্তব্য, আর্থিক পরিস্থিতির কারণে সংসারে অনটন লেগেই থাকতো। সেই কারণে মানসিক অবসাদে ভুগতেন বাপ্পা। এইদিন ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Vidyasagar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি এআইডিএসও-র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *