এসএসকেএম হাসপাতালে শুভদীপের সুচিকিৎসার ব্যবস্থা করতে দল, হাসপাতাল সবকিছুর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ কিন্তু ব্যর্থ হন তিনি। পরে তাঁরই প্রচেষ্টায় নিউরো মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত শুভদীপ পালের। বুধবার ভোর রাতে তাঁর নিথর দেহ এলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মানিককুণ্ডু গ্রামের বাড়িতে। এলাকায় শোকের ছায়া।
কলকাতার ন্যাশেনাল মেডিকেল কলেজের ল্যাবরেটরি টেকনোলজি বিভাগের ছাত্র ছিলেন চন্দ্রকোনার মানিককুণ্ডু গ্রামের শুভদীপ পাল৷ সেখান থেকে পাশ করার পর সেই কলেজেই ল্যাবরেটরিতে কাজ পান তিনি। ১৮ মে কলকাতাতে ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ স্বাস্থ্যকর্মী শুভদীপকে এনআরএস মেডিকেল কলেজে ভর্তি করে৷ কিন্তু শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হওয়ায় নিউরো মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। বিধায়ক মদন মিত্র খবর পেয়ে আরও ভালো চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করতে উদ্যোগী হন। কিন্তু দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়। শুভদীপকে এসএসকেএম-এ ভর্তি করতে পারেননি তিনি।
- Advertisement -
এরপরেই এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে তোপ দাগেন মদন মিত্র৷ তাঁর অভিযোগ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসদের হস্তক্ষেপেও ভর্তি নেওয়া হয়নি গুরুতর আহত রোগীকে। পিজি হাসপাতালে ‘দালালরাজ’ চলছে বলে অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তিনি। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠকে নাম না করে হাসপাতাল চত্ত্বরে গুন্ডামির অভিযোগ আনে। অভিযোগ আনা হয়ে, হাসপাতালের ডাক্তার ও চিকিৎসাকর্মীদের হেনস্থার। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতি উল্লেখ করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। পাল্টা সাংবাদিক বৈঠকে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার হুমকি দেন মদন। হাসপাতালের তরফে ভবানীপুর থানায় এফআইআর দায়ের হয় মদন মিত্রের নামে।
- Advertisement -
অন্যদিকে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সংকটজনক শুভদীপকে ৫ ঘন্টা পিজি হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে ফেলে রাখার। এরপর মদন মিত্রের ব্যবস্থাপনায় তাকে নিউরো মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয় শুভদীপের। দেহ ময়নাতদন্তের পর বুধবার ভোররাতে চন্দ্রকোনার মানিককুণ্ডু গ্রামের বাড়িতে। মাত্র ২৫ বছর বয়সী শুভদীপের অকাল মৃত্যুতে মুহ্যমান এলাকাবাসী।
ছবি সূত্র – ফেসবুক