চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেছিলেন সদ্যোজাত শিশুকে। কিন্তু কবরস্থ করার সময় কেঁদে ওঠে শিশুটি। দেখা যায়, সে জীবিত। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গিয়েছে, রসকুন্ডুর বাসিন্দা গৃহবধূ মোনালিসা খাতুন শনিবার ভোরে প্রসব বেদনা উঠলে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। দুপুর ২ টো নাগাদ এক পুত্রসন্তান প্রসব করেন তিনি৷ অভিযোগ, হাসপাতাল জানায় শিশুটি সময়ের অনেক আগে জন্মেছে৷ বিকাল ৫টা নাগাদ শিশুটি মৃত বলে জানানো হয়। এরপর মৃত ঘোষণা করে ও ডেথ সার্টিফিকেট দিয়ে হাসাপাতালের তরফে রাত ৯ টা নাগাদ শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

জনপ্রিয় খবর:  Medinipur : অলক্ষ্যে জিমন্যাস্টিকসে নিজেদের গড়ে তুলছে কিছু কচিকাঁচা, উদ্যোগে নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়

কিন্তু শিশুটির শেষকৃত্য করার সময় হঠাৎই সে কেঁদে ওঠে। দেখা যায় তার শ্বাস প্রশ্বাস সচল। তড়িঘড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ আপাতত আইসিইউ বিভাগে শিশুটির চিকিৎসা চলছে৷ চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন শিশুটির পরিজনেরা।