Medinipur : প্রতিবাদ করেছিলেন বেপরোয়া বাইক চালানোর, পিটুনিতে মৃত্যু শিক্ষকের, অবরোধ আদিবাসী সংগঠনের

Medinipur : প্রতিবাদ করেছিলেন বেপরোয়া বাইক চালানোর, পিটুনিতে মৃত্যু শিক্ষকের, অবরোধ আদিবাসী সংগঠনের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করেছিলেন। সেই অপরাধে হলেন পিটুনির শিকার। মৃত্যু হল প্রৌঢ় শিক্ষকের। ঘটনার প্রতিবাদে ডেবরায় জাতীয় সড়ক অবরোধ আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের।

জানা গিয়েছে, সোমবার ডেবরার শ্রীরামপুরে বেপরোয়া ভাবে কয়েকজন যুবকের বাইক চালানোর প্রতিবাদ করেন স্থানীয়রা। গোলমাল সৃষ্টি হলে ঘটনাস্থলে আসেন রাধামোহনপুর অঞ্চলের ভারত জাকাত পরগনা মহলের সহ-সভাপতি পেশায় শিক্ষক লক্ষ্মীরাম টুডু (৫৬)। তিনিও বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ জানান। সেই সময় ঐ যুবকেরা রাস্তায় ফেলে ঐ শিক্ষককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসাধীন থাকাকালীন মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় লক্ষ্মীরামবাবুর।

আরও পড়ুন:  Paschim Medinipur SP : জেলার পুলিশ সুপার পরিবর্তন, ধৃতিমান সরকার আসছেন পদে

বুধবার ঘটনার প্রতিবাদে ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ