BRAKING NEWS

DA Medinipur: ডিএ-র দাবিতে প্রতীকী কর্মবিরতি সাবোর্ডিনেট কোর্ট স্টাফ অ্যাসোসিয়েশনের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কেন্দ্রীয় হারে ডিএ র দাবিতে সোমবার মেদিনীপুরে পূর্ব ঘোষণা অনু্যায়ী কর্মবিরতি পালন করলেন অল ইন্ডিয়া সাবোর্ডিনেট কোর্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা। কোর্টে আসা সাধারণ মানুষদের অসুবিধার কথা বিবেচনা করে কর্মচারীদের তরফে দু’ঘন্টার প্রতীকী কর্মবিরতি পালিত হয় ডিস্ট্রিক্ট জজ কোর্ট চত্ত্বরে।

Medinipur-Mamata : নানা রূপে মুখ্যমন্ত্রী! কোলে শিশু থেকে প্রকল্পের সাজে পড়ুয়ারা

কর্মবিরতি পালন করা কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন। স্যাটে বা কলকাতা হাইকোর্টে ডিএ র পক্ষে রায় বের হওয়ার পরেও তা মিলছে না। তাঁদের দাবি, ডিএ মৌলিক অধিকার৷ বিভিন্ন সরকারি প্রকল্পগুলি চালান সরকারি কর্মচারীরা। অভিযোগ, কর্মচারীদের বিষয়ে চিন্তা না করে সরকার বারংবার চালাকির আশ্রয় নিয়ে সুপ্রিম কোর্টে গেছে৷ কর্মবিরতি ভঙ্গ করতে তা নিয়ে সরকারি বিধি জারি করা হয়েছে। তা কালাকানুন বলে আখ্যা দেওয়া হয়েছে কর্মচারী সংগঠনের তরফে৷ কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা না মেলা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Keshpur : নাবালিকার বিয়ে আটকালো কন্যাশ্রী ক্লাব, প্রশংসায় এলাকাবাসী