BRAKING NEWS

কেশপুরে ফের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধিরা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরে আবাস যোজনায় দুর্নীতির তদন্তে এসে জনার্দনপুর এলাকার পরে এবার কেশপুরে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দলে সদস্যরা৷ অন্যদিকে আবাস যোজনায় ১৬ দফা নিয়ম বিবেচনার আর্জি জানালেন বিধায়িকা শিউলি সাহা।

বৃহস্পতিবার সকালে কেশপুরের ১৩ নম্বর অঞ্চলে পৌঁছান আবাস দুর্নীতির তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কেশপুরের মুকুন্দপুর গ্রামে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, তালিকায় থাকা উপভোক্তাদের বাড়ি ছাড়াও গ্রামের সমস্ত বাড়ি পরিদর্শন করতে হবে কেন্দ্রীয় প্রতিনিধিদের৷ প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরে এসেছেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাতেই জেলার বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা। তাঁদের হাতে অভিযোগ সহ তালিকা তুলে দেন বিজেপি নেতারা। বুধবার জেলাশাসক আয়েশা রাণীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এরপর খড়গপুর গ্রামীন এলাকার লছমাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হয়ে কাগজপত্র খতিয়ে দেখেন, কথা বলেন পঞ্চায়েত প্রধানের সঙ্গে। জনার্দনপুর এলাকাতে গ্রামবাসীদের বাড়ি ঘুরে ফিরে দেখে ছবিও তোলেন তাঁরা। সেখানেও বিক্ষোভের মুখে পড়েন প্রতিনিধিরা।

শালবনি গ্রামীণ হাসপাতালে 'মাদার্স হাট'-এর উদ্বোধন

অন্যদিকে কেশপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার নীতির সমালোচনা করেছেন। আবাস যোজনায় ১৬ দফা নিয়ম বিবেচনার আর্জিও জানিয়েছেন তিনি।