BRAKING NEWS

ডেবরা ব্লকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন বিধায়ক হুমায়ুন কবীরের

ডেবরা ব্লকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন বিধায়ক হুমায়ুন কবীরের, GNE BANGLA

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের একনম্বর ভবানীপুর অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করলেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এছাড়াও ছিলেন ডেবরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিবেকানন্দ মুখার্জি ও অন্যান্য ব্লক নেতৃত্বরা।

পঞ্চায়েত নির্বাচন সামনে। নির্বাচনী পরিপ্রেক্ষিতে শাসক এবং বিরোধী দল বুথে বুথে নিজেদের শক্তি যাচাই ও প্রস্তুতি শুরু করেছে। গ্ৰামের বুথ থেকে অঞ্চল বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক কর্মসূচি নেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলির তরফে। তৃণমূলের তরফে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।

কেশপুরে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, জখম একাধিক, 'সমাজ বিরোধীরা তৃণমূলে' কটাক্ষ দিলীপের

বৃহস্পতিবার ভবানীপুর গ্রামে গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনে তা সমাধানের সমাধান নিয়ে জানান বিধায়ক হুমায়ুন কবীর। দলের কর্মসূচি অনুযায়ী এলাকায় স্থানীয় গ্ৰামীন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিগনদের সাথে আলাপ আলোচনাও করেন বিধায়ক।