BRAKING NEWS

Medinipur Holi : হোলিতে মেদিনীপুরের রাধাকৃষ্ণ মন্দিরে দিলীপ ঘোষ! তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি নেতার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বুধবার মেদিনীপুর ও খড়গপুরে ধুমধাম করে পালিত হল হোলি। তাতে অংশ নেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এইদিন সকালে তিনি উপস্থিত হন মেদিনীপুরের রাধাকৃষ্ণ মন্দিরে৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন তিনি।

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার ও ফুরফুরা শরিফের বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ফিরহাদ হাকিমের অপসারণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর করার কিছু নেই। যাদের উপর ভরসা করে জিতছিলেন তারা সাগরদিঘিতে খেলা দেখিয়ে দিয়েছেন। এখন অদলবদল করে লোককে একটু ভোলাবার চেষ্টা করছেন। না উন্নয়ন আছে, না টাকা পয়সা আছে, না ডিএ, না পেনশন কিছুই নেই দেওয়ার। চালাকি শেষ মানুষ ধরতে পেরেছেন।”

Medinipur Weather : বসন্তের বৃষ্টিনির্ঘোষ! ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ভিজবে বৃষ্টিতে

তিনি আরও বলেন, “বাংলার মুসলমানদের ওনারা কিনে রেখেছিলেন। কিন্তু তাঁরা যে ভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাঁদের প্রতিনিধি নওশাদকে যেভাবে ৪১ দিন জেলে ভরে রেখেছেন বিনা দোষে, এটাতেই সমাজে প্রতিক্রিয়া হয়েছে৷ তাঁরা অনুভব করছেন, তাঁদের কেনা গোলাম করে রাখা হয়েছিল।” অনুব্রত নিয়ে দিলীপের কটাক্ষ, “এবার সবাই চুপ হয়ে যাবেন। কাল থেকে কেউ অনুব্রতর নাম নেবে না৷ অনেক লোক ধরা বাকি আছে৷ একটা গেছে। আস্তে আস্তে লাইন হবে৷”

Medinipur : জেলায় হচ্ছে রজনীগন্ধা চাষ, চাষিরা পাচ্ছেন বাড়তি মুনাফা