খেমাশুলির কুড়মি আন্দোলনে সাহায্যের দাবি করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আন্দোলনকারীদের চাল-ডাল পাঠিয়ে খাওয়ানোর দাবি করলেন। যা কেন্দ্র করে কুড়মি আন্দোলনে বিজেপির সাহায্যের প্রসঙ্গ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কুড়মি সমাজের তরফে দিলীপ ঘোষের কাছে প্রমাণ দাবি করা হয়েছে। অন্যথায় তাঁকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করে ‘ঘাঘর ঘেরা’ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

লালগড়ের ধরমপুরে দলীয় সভায় যাওয়ার পথে রবিবার বামাল এলাকায় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, বিক্ষোভে কুড়মিদের তরফে দিলীপের কাছে জানতে চাওয়া হয়, তিনি কুড়মি সমাজের জন্য কী করেছেন? এতদিন ধরে কুড়মি আন্দোলন করছে সেই বিষয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া নেই কেন? আন্দোলনকারীদের সঙ্গে তর্ক হয় দিলীপ ঘোষের। তিনি বলেন, “গনতান্ত্রিক পদ্ধতিতে আপনারা লড়ছেন আমি নিষেধ করিনি। অজিত মাইতির বক্তব্যের বিরোধিতা করেছি। খেমাশুলিতে তোমাদের লোককে আমি চাল-ডাল পাঠিয়ে খাইয়েছি কিনা জিজ্ঞাসা করো।”

জনপ্রিয় খবর:  Kurmi : রাজেশ মাহাতো সহ ৮ জন জেলে, আদিবাসীদের বনধ, বিরবাহাকে হেনস্থার প্রতিবাদ

এই বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। কুড়মিদের তরফে এই বক্তব্যের প্রেক্ষিতে প্রমাণ দাবি করা হয়েছে দিলীপ ঘোষের কাছে। পাশাপাশি উত্তর না পেলে, তাঁকে ঘাঘর ঘেরা করা হবে এবং জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে কুড়মি আন্দোলন নিয়ে বিভিন্ন তরফে একসময়ে বিজেপির মদতের দাবি উঠেছে। দিলীপ ঘোষের মন্তব্যের পর তা জোরদার হয়েছে রাজনৈতিক মহলে।

জনপ্রিয় খবর:  Convoy Attack : কনভয়ে হামলায় বিজেপি যোগ! গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন