BRAKING NEWS

Medinipur : প্রয়োজনে তলোয়ার হাতে চৌরাস্তায় দাঁড়ানোর হুঁশিয়ারি, রামনবমী নিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মঙ্গলবার মেদিনীপুরে বিজেপির টিচার্স সেলের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রামনবমীর অশান্তি প্রসঙ্গে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, “প্রয়োজন হলে আগামীদিনে বিজেপির সমর্থন নিয়ে হিন্দুরাও অস্ত্র হাতে রাস্তায় নামবে, প্রয়োজনে দিলীপ ঘোষ তরোয়াল হাতে এই চৌরাস্তায় দাড়াবে, আর তরোয়ালের যা কাজ, প্রয়োজনে তাই হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের এলআইসির মোড়ে একটি পথসভার আয়োজন করে বিজেপির টিচার সেল সংগঠন। এই পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, “যারা অশান্তির ঘটনা ঘটাচ্ছে আমি তাঁদের বলছি, ধমকি মনে করতে পারেন অথবা সাবধানবাণী মনে করতে পারেন দিলীপ ঘোষের কিছু যায় আসেনা। আমি তরোয়াল নিয়ে এই চৌরাস্তায় দাঁড়াবো। মিছিল করবো এই রাস্তায়। আমি বলে দিয়ে যাচ্ছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান না হন।”

একই সঙ্গে রিষড়ার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “রিষড়ার মিছিলে আমি ছিলাম, আমাদের দোষ দিচ্ছেন মমতা, আপনার শাপে মরবে না গরু। আমি এডভান্স এক বছর আগে বলে দিয়ে যাচ্ছি। রামনবমী এই বছরের চেয়ে সামনের বছর আরও বড় করব, বেশি লোক নিয়ে করব, আর যদি আপনি সুরক্ষা না দিতে পারেন, দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে সামনে দাঁড়াবে, কোন বাপের বেটা আমাকে আটকায় দেখবো।”

তিনি আরও বলেন, “আমি পুরো সমাজকে বলব তলোয়ার হাতে নিয়ে নামতে, আর ওই তলোয়ারটা শুধু দেখাবার জন্য নয়, চমকাবার জন্য, আর তলোয়ারের যা কাজ প্রয়োজন হলে সেটাও হবে।” বিজেপি নেতার হুঁশিয়ারি, “দিলীপ ঘোষকে পারলে অ্যারেস্ট কর, এসপি’র সামনে বলছি, দেখি কোন বাপের বেটার দম আছে। দিলীপ ঘোষ খাঁটি গরুর দুধ খেয়েছে, মাদার ডেয়ারি দুধ খায়নি যে রক্ত জল হয়ে গেছে।”

 

Leave a Reply