‘দুয়ারে সরকার’ পেয়েছে রাষ্ট্রপতি পুরষ্কার, যুযুধান দিলীপ ঘোষ ও শিউলি সাহা

'দুয়ারে সরকার' পেয়েছে রাষ্ট্রপতি পুরষ্কার, যুযুধান দিলীপ ঘোষ ও শিউলি সাহা

কেন্দ্রের প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত হল রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প। বিজ্ঞান ভবনে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। রাজ্যের পুরস্কারপ্রাপ্তি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তীব্র কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা।

রাজ্যের প্রকল্পের কেন্দ্রীয় পুরষ্কারে পুরষ্কৃত হওয়া নিয়ে কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকার যেমন রিপোর্ট দেয়, তার উপরে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়! রাজ্যকে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়, কিন্তু কাজের বদলে লুট হয়!” তিনি বলেন, “এখানকার সরকার অনেক বাড়িয়ে চড়িয়ে রিপোর্ট পাঠায়। তা বিচার করেই কেন্দ্রীয় সরকার নির্ণয় নিয়েছে৷ এই জন্যই পুরষ্কার পেয়েছে৷ ভালো কথা। কিন্তু সাধারণ মানুষ কি পেয়েছেন তা দেখতে হবে।”

আরও পড়ুন:  ‘সুরক্ষা কবচের নামে বিরোধীদের ভয় দেখানোই মূল উদ্দেশ্য’, আক্রমণ ভারতী ঘোষের

অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ হেনেছেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। তিনি সোমবার সাংবাদিকদের বলেন, “আমি জিজ্ঞেস করতে চাই, দিলীপবাবু শুনেছিলাম আপনার পরিবারের কেউ এই প্রকল্পের লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের সুযোগ নিয়েছেন। তাঁর মুখে এগুলো মানায় না।” তিনি দাবি করেন, সারা দেশে যখন বেকারত্ব তখন এই রাজ্যের তা ৪০% কমানো গেছে, মাথা পিছু আয় বৃদ্ধি করে দারিদ্র‍্য কমানো গেছে৷ সেই সঙ্গে তিনি রাষ্ট্রপতির কাছে বিচার চেয়ে বলেন, “এখানের কাজের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে রাষ্ট্রপতির কাছে পুরষ্কার পাচ্ছি এবং এখানে বিজেপি সাংসদ বলছেন, বেঁধে পেটান, দু’টো কেমন যেন হচ্ছে না!”

আরও পড়ুন:  স্কুলে স্কুলে রুবেলা হামের ভ্যাকসিন, দেওয়া হল ঝরিয়া জুনিয়র হাই স্কুলেও

রিপোর্ট- অর্পণ ভট্টাচার্য্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ