BRAKING NEWS

Jhargram : মদ খাওয়া বন্ধ করতে মায়ের বকুনি, লালগড়ে আত্মঘাতী যুবক

Jhargram : মদ খাওয়া বন্ধ করতে মায়ের বকুনি, লালগড়ে আত্মঘাতী যুবক, GNE BANGLA

নিত্যদিন মদ্যপান করেন যুবক। সেই নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকতো। মদ খাওয়া নিয়েই মায়ের সঙ্গে অশান্তির পর বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে, লালগড় থানার বামাল গ্রামে।

জানা গিয়েছে, বামাল গ্রামের যুবক মনসা কোটাল (২৩) নিত্যদিন মদ খেতেন। এই নিয়ে বাড়িতে অশান্তি হত বিস্তর। যুবকের মা নিষেধ করতেন মদ্যপান করতে। এই নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয় তাঁর। গত সপ্তাহের বুধবার বিষ খান ঐ যুবক। তিনি ঐ রাতে বমি করা শুরু করলে যুবকের পরিজনেরা তাঁকে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রবিবার গভীর রাতে মৃত্যু হয় যুবকের। সোমবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় যুবকের পরিবারের হাতে।

Elephant Attack at Jhargram : কুচলে দিল হাতি! ফের হাতির আক্রমণে আহত এক ব্যক্তি