BRAKING NEWS

Medinipur : জেলাশাসক পরিবর্তন পশ্চিম মেদিনীপুরে, আসছেন খুরশিদ আলি কাদরি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পদে পরিবর্তন। আয়েশা রানী এ এর পরিবর্ত হিসেবে জেলার জেলাশাসক পদে আসছেন খুরশিদ আলি কাদরি।

রাজ্যপালের আদেশানুসারে, রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বি.পি. গোপালিকার পরিবর্তন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। নবান্নের তরফে ৮ ই ফেব্রুয়ারি জারি করা নোটিশে বলা জানানো হয়েছে, আয়েশা রানী এ এর পরিবর্ত হিসেবে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পদে আসছেন খুরশিদ আলি কাদরি। তাঁকে জেলাশাসকের পদ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আইএএস খুরশিদ আলি কাদরি দার্জিলিং-এর অ্যাডিশনাল ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে ছিলেন।

নূন্যতম মজুরির দাবিতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন ক্ষেতমজুর সমিতির