BRAKING NEWS

Medinipur : এক দিন আগেই বন্ধ ট্রেড ফেয়ার, মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি জোরকদমে

রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মুখ্যমন্ত্রীর ঝটিকা মেদিনীপুর সফর ও প্রশাসনিক সভার জের, একদিন আগেই বন্ধ হয়ে গেল মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠের ট্রেড ফেয়ার। এখন সেখানে রাত জেগে চলছে আসন্ন প্রশাসনিক সভার প্রস্তুতি।

গত ৮ ই ফেব্রুয়ারি মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে শুরু হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা ট্রেড ফেয়ার ও হস্তশিল্প মেলা। ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলার কথা ছিল। কিন্তু হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের দিন ধার্য হয় আগামী ১৬ই ফেব্রুয়ারি। তারই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কর্তাদের নির্দেশে নির্ধারিত দিনের মেলা শেষ হওয়ার একদিন আগেই বন্ধ করে দিতে হয়ট্রেড ফেয়ার ও হস্তশিল্প মেলা। সাথে সাথে শুরু হয় হয়েছে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের তরফে ৭০ টি স্টল নিয়ে ট্রেড ফেয়ার চলছিল রমিয়ে। প্রশাসনের অনুরোধে একদিন আগেই ট্রেড ফেয়ার বন্ধ করতে হয় আয়োজকদের।

Medinipur : খেমাশুলিতে রেল-রোড চাক্কা জ্যাম আদিবাসী সংগঠনের, আটকে একাধিক ট্রেন

অন্যদিকে মুখ্যমন্ত্রীর আগমনের জন্য দুটি হেলিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের তরফে। একটি মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন হলেও অন্যটি প্রায় ২ কিলোমিটার দূরে। মেদিনীপুর পৌরসভার তরফেও প্রস্তুতি তুঙ্গে। রাত জেগে চলছে হেলিপ্যাড থেকে কলেজ মাঠ আসার রাস্তা প্রস্তুতির কাজ। একই সময়ে মেদিনীপুরে রয়েছে আন্তর্জাতিক উরুষ উৎসব। তা নিয়েও পৌরসভার প্রস্তুতি চলছে জোরকদমে।

Medinipur Local Train : রক্ষা পেলেন ট্রেন যাত্রীরা, লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল