BRAKING NEWS

Drone : ড্রোনের মাধ্যমেই জমিতে দেওয়া যাবে ওষুধ, কেশিয়াড়িতে প্রযুক্তির মহড়া

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সময়ের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে প্রযুক্তি। কৃষিক্ষেত্রও তার ব্যতিক্রম নয়। কিন্তু পশ্চিমবঙ্গে কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার এখনও তুলনামূলক ভাবে অনেকটাই কম। জমিতে কীটনাশক দেওয়ার কাজ লাঘবের জন্যই এবার ব্যবহার করা যেতে পারে ড্রোন। ফার্মার এগ্রি প্রোডাকশন কোম্পানির উদ্যোগে কেশিয়াড়ি ব্লকের বিভিন্ন এলাকায় করা হল সেই প্রযুক্তির মহড়া।

চাষের কাজে বর্তমানে সবচেয়ে সমস্যা দেখা যায় প্রশিক্ষিত মজুরের অভাব। সেক্ষেত্রে প্রয়োজনীয় কাজে বিকল্প হতে পারে প্রযুক্তি। যেমন, ধান চাষ করতে গেলে কীটনাশক ব্যবহার করতেই হয়। অনেক ক্ষেত্রেই মাঠে থাকে বিষধর সাপ বা পোকামাকড়ের উপদ্রব। এছাড়া বিশাক্ত কীটনাশকের প্রভাবে অনেক সময় কীটনাশক ছড়ানোর কাজে নিযুক্ত মানুষের শরীরে দেখা যায় খারাপ প্রতিক্রিয়া।

Garbeta Accident : বেপরোয়া বালির গাড়ির ধাক্কা, মৃত মা ও ছেলে

সেই সমস্যা থেকে উপায় সন্ধানে ও দ্রুত চাষের জমিতে ওষুধ দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে ড্রোন স্প্রে। জিপিএস সিস্টেম চালিত এই ড্রোন একদিনে প্রায় একশো বিঘা চাষের জমিতে ওষুধ স্প্রে করতে পারবে। ১৬ লিটার জল নিয়ে উড়তে সক্ষম এই ড্রোন। এর ব্যবহার অনেকটা ক্যামেরা ড্রোনের মতোই। ফার্মার এগ্রি প্রোডাকশন কোম্পানির উদ্যোগে কেশিয়াড়ি ব্লকের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক ভাবে ড্রোনের মাধ্যমে জমিতে ওষুধ স্প্রে করা হল।

Medinipur : কড়া নিরাপত্তার শুরু মাধ্যমিক, কমেছে পরীক্ষার্থী, হেল্পলাইন নম্বর জেলা পুলিশের