BRAKING NEWS

Duyare PG Doctors: এবার দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার, কেশিয়াড়িতে কর্মসূচির সূচনা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুর জেলার আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়ি ব্লকে শুরু হল ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’ নিয়ে বিশেষ কর্মসূচি তথা স্বাস্থ্যশিবির। বুধবার সকাল ১০টায় কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক আয়েশা রানী এ। বৃহস্পতিবার পর্যন্ত কেশিয়াড়ির দুই জায়গায় – রবীন্দ্র ভবন এবং খাজরা হাই স্কুলে এই শিবির চলবে।

ক্ষীরপাইয়ের বস্তিতে আগুন, পুড়ে ছাই ৭টি ঝুপড়ি

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এসএসকেএমের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের প্রান্তিক এলাকায় নিয়ে গিয়ে সেখানকার মানুষদের উৎকর্ষমূলক চিকিৎসা দেওয়া ও সঙ্গে চিকিৎসকদের প্রান্তিক এলাকায় অভিজ্ঞতা সঞ্চয়ের কথা জানান। সেই মতই প্রথম প্রকল্পের সূচনা হল কেশিয়ারিতে।

মঙ্গলবার এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় এবং সুপার পীযূষ রায় প্রকল্পের শুরু পরে এইদিন ৩৬ জন চিকিৎসক সহ নার্স, টেকনিশিয়ান সমেত ৪৫ জনের দল কেশিয়ারিতে আসে। চিকিৎসকদের মধ্যে ১৪ জন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং ২২ জন এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসক। দুইদিন কেশিয়ারির শিবিরে মেডিসিন, শিশুরোগ, ত্বক, এন্ডোক্রনোলজি, কার্ডিওলজি, ইএনটি বা নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরিষেবা দেবেন।

GNE Exclusive : জন্মদিনে রক্তদান ঘাটালের মহকুমা শাসকের, রক্তদানে আহ্বান জনসাধারণকে