BRAKING NEWS

Egra Blust : এগরার বিস্ফোরণের ছবি দেখে শিহরিত প্রধান বিচারপতি, রাজ্যের রিপোর্ট তলব

এগরার বিস্ফোরণস্থলের ছবি দেখে বিস্ফোরক আইনে মামলা রুজু করার যথেষ্ট কারণ রয়েছে বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সেই সঙ্গে ছবি বিস্ফোরণের ভয়াবহতায় শিহরিত হলেন তিনি। ঘটনার বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছেন তিনি।

মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রাম। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। সিআইডি তদন্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার পর থেকে পলাতক ছিলেন বাজি কারখানায় মালিক ভাদু বাগ ওরফে কৃষ্ণপদ। বৃহস্পতিবার সিআইডি কটকের হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে তাঁকে৷ অন্যদিকে ঘটনায় এনআইএ তদন্তের আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল।

বৃহস্পতিবার শুনানি চলাকালীন এগরার বিস্ফোরণস্থলের ছবি দেখে শিউরে ওঠেন বিচারপতিরা৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মন্তব্য করেন, “হে ভগবান! কী হয়েছে! মৃতদেহগুলি একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।’’ প্রধান বিচারপতির বেঞ্চ বিস্ফোরণের ভয়াবহতা এবং মৃত্যু পর্যালোচনা করে বিস্ফোরক আইনে মামলা রুজু করার যথেষ্ট কারণ রয়েছে বলে পর্যবেক্ষণে জানান। যদিও সেই বিষয়ে সিআইডি সিদ্ধান্ত নিলে এনআইএ বিস্ফোরক আইনে তদন্ত করতে পারবে। রাজ্যের কাছে এই ঘটনার বিষয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।

Leave a Reply