Egra Blust : এগরা কান্ডে অভিযুক্ত ভানু পুত্র ও ভাইপো সহ গ্রেপ্তার, কটকে হানা সিআইডি-র

Egra Blust : এগরা কান্ডে অভিযুক্ত ভানু পুত্র ও ভাইপো সহ গ্রেপ্তার, কটকে হানা সিআইডি-র

এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু ওরফে কৃষ্ণপদ বাগকে ওড়িশার কটকে গ্রেপ্তার করলো সিআইডি। সেই সঙ্গে তার পুত্র ও ভাইপোকেও গ্রেপ্তার করা হয়েছে। কটকে এক হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রাম। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। ঘটনার পর থেকে পলাতক ছিলেন বাজি কারখানায় মালিক ভাদু বাগ ওরফে কৃষ্ণপদ। অনুমান করা হয়েছিল পুত্রের সঙ্গে আহত অবস্থায় নিকটস্থ ওড়িশায় পালিয়েছেন। অবশেষে ওড়িশার কটকের হাসপাতাল থেকেই তাঁদের গ্রেপ্তার করা হল।

আরও পড়ুন:  Lakshman Seth : বিয়ে করলেন লক্ষ্মণ শেঠ, পরের বছর ফের জামাই ষষ্ঠী

অন্যদিকে এগরার বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বুধবার বিস্ফোরণস্থলে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করলেও এগরার বাজি কারখানার মালিক ভানু বাগকে ‘তৃণমূলের বড় নেতা’ বলে উল্লেখ করে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ ও এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী অভিযোগ, “বাজি তৈরির কারখানা নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বোমা তৈরি হচ্ছিল।”

আরও পড়ুন:  Akhil Giri : অভিষেকের নিরাপত্তা রক্ষীর ধাক্কা! আহত মন্ত্রী অখিল গিরি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ