BRAKING NEWS

Egra Blust : এগরার বাজি কারবারী ভানু বাগের মৃত্যু, জল্পনা তদন্তের দিক নিয়ে

অবশেষে মৃত্যু হল এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুর। বৃহস্পতিবার রাত ২ টো নাগাদ কটকের রুদ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর৷ মূল অভিযুক্তের মৃত্যুতে তদন্তের দিক নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মঙ্গলবার ৯ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন কারখানার মালিক ভানু বাগও। সেই অবস্থায় তিনি ওড়িশা পলায়ন করেন এবং কটকের রুদ্র হাসপাতালে ভর্তি হন। সিআইডি তাকে খুঁজে বের করে এবং হাসপাতালে তাঁকে আটক করা হয়। গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হওয়ায় সেখানেই চিকিৎসাধীন ছিলেন ভানু। শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। কলাপাতায় মুড়ে তাঁকে রাখা হয়েছিল।

ভানুর মৃত্যুতে এগরা কান্ডে মূল অভিযুক্ত হবেন তাঁর পুত্র ও ভাইপো। ভানুর ভাইপোকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে সিআইডি। ভানুর শেষকৃত্য সম্পন্ন হলে তাঁর পুত্রকে হেফাজতে নেওয়া হবে বলে খবর সিআইডি সূত্রের।

Leave a Reply