BRAKING NEWS

Jhargram : মর্মান্তিক দুর্ঘটনা! বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়গ্রাম থানার চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের আউশপাল গ্রামে। বাড়ি থেকে পরীক্ষা দিতে বের হয়ে বৈদ্যুতিক খুঁটিতে লাইন সারাই করতে উঠেছিলেন সুজন সরেন (১৯)। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল তাঁর।

জানা গিয়েছে, আউশপাল গ্রামের বাসিন্দা সুজয়। চন্দ্রী চন্দ্রশেখর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিল সে। এরপর একতাল হাই স্কুলে ইলেকট্রিক হাউস ওয়ারিং এন্ড মোটর বাইন্ডিং-এর ভোকেশনাল কোর্সে ভর্তি হয়। মঙ্গলবার ছিল সেই কোর্সের ফাইনাল পরীক্ষা। তা দিতেই সে বাড়ি থেকে সকালে বের হয় সে। পড়াশোনার পাশাপাশি ইলেকট্রিকের কাজকর্মও করতো সুজয়। পরীক্ষা দিতে যাওয়ার পথে গ্রামের এক ব্যক্তি তাকে জানায় কালবৈশাখী ঝড়ের কারণে তাদের বাড়িতে কারেন্ট নেই। সে তা ঠিক করতে বৈদ্যুতিক পিলারে ওঠে। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। সুজনের মৃতদেহ বৈদ্যুতিক খুঁটির উপরে দীর্ঘক্ষণ ঝুলে থাকে।

ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখান এক আদিবাসী সামাজিক সংগঠনের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার এবং ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য। বিদ্যুৎ দফতরের বক্তব্য, বিদ্যুতের খুঁটিতে কেবলমাত্র বিদ্যুৎ দফতরের অনুমোদন প্রাপ্তরাই উঠতে পারেন। ঐ অঞ্চল থেকে বিদ্যুৎ বিভ্রাটের কোনো খবরও তাঁদের কাছে আসেনি বলে জানানো হয়েছে।

Leave a Reply