Elephant Attack : ফের হাতির আতঙ্ক মেদিনীপুরে, গ্রাম দাপাচ্ছে দলছুট দাঁতাল

Elephant Attack : ফের হাতির আতঙ্ক মেদিনীপুরে, গ্রাম দাপাচ্ছে দলছুট দাঁতাল

পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ ব্লক, নারায়ণগড় ব্লক এবং মোহনপুর ব্লকের বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট দাঁতাল। নষ্ট করছে চাষের জমি। গ্রামের বাড়ির দরজা ভেঙে লুট হচ্ছে খাবার। সব মিলিয়ে আতঙ্কে গ্রামবাসীরা৷

শুক্রবার সকালে নয়াগ্রামের জঙ্গল থেকে একটি দলছুট দাঁতাল সুবর্ণরেখা পেড়িয়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ ব্লকের কাজীপাড়া এলাকায় চলে আসে৷ এরপর বেলদা থানার ত্রিকালপুর এলাকায় দাপিয়ে বেড়ায় সেটি। শনিবার সকালে মোহনপুরে এসে নষ্ট করেছে চাষের জমির ফসল। গ্রামের মাটির বাড়ির দরজা ভেঙে লুট করেছে খাদ্য। শ্রীরামপুর, জামুয়া, কাশিয়াবাগ, সীতাপুর এলাকায় মাঠে বোরো ধান নষ্ট করেছে হাতিটি।

আরও পড়ুন:  National Congress Medinipur : পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেস জোট হচ্ছে না মেদিনীপুরে

হুলাপার্টি ও বন দফতরের তরফে চেষ্টা চলছে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর। কিন্তু জনবসতির মধ্য হাতিটি এসে পড়ায় সমস্যা তৈরি হয়েছে। অতিউৎসাহী গ্রামবাসীরা হাতি দেখতে ভীড় করছেন। যদিও বন দফতরের তরফে তাঁদের সতর্ক করা হচ্ছে। তবুও তৈরি হচ্ছে বিপদের আশঙ্কা।

আরও পড়ুন:  Goaltore: ভালোবাসার দিনে গোয়ালতোড়ের যুবকেরা গোলাপের বদলে দিলেন রক্ত

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ