BRAKING NEWS

হাতির আক্রমণে মৃত্যু, সোনামুখী রেঞ্জে হত হুলাপার্টির সদস্য, আহত ২ জন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
হাতির আক্রমণে ফের মৃত্যুর ঘটনা জঙ্গলমহলে। বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের কোয়ডি জঙ্গলে হাতির আক্রমণে হুলা পার্টির এক সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন।

জানা গিয়েছে, সোমবার সকালে বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের কোয়ডি জঙ্গলে হাতির তাড়া ও আক্রমণের মুখে পড়েন হুলা পার্টির সদস্যরা। সারেঙ্গা রেঞ্জের হুলা পার্টির এক সদস্য প্রশান্ত পালুই জানিয়েছেন, হাতির আক্রমণে মৃতের নাম
গুরুদাস মুর্মু। বয়স প্রায় ৪৮ বছর। আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়ায় পাঠানো হয়েছে।