BRAKING NEWS

Elephant Attack : ঝাড়গ্রামে দাঁতালের তান্ডব, ভাঙ্গলো বন দফতরের হাতি তাড়ানো গাড়ি

ঝাড়গ্রামে ফের হাতির তান্ডব! দাঁতালের আক্রমণে ভাঙলো বন দফতরের হাতি তাড়ানোর গাড়ি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম ব্লকের কলসিডাঙা এলাকায়।

ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া, কলসিডাঙা এলাকায় হাতির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল আগেই। মাধ্যমিক পরীক্ষার বিষয়টি নজরে রেখে এলাকাগুলিতে পাহারাদারি ও সতর্কতামূলক মাইকিং চলছিল বন দফতরের তরফে৷ হাতির কাছাকাছি না যাওয়ার জন্য ও হাতিকে উত্যক্ত না করতে অনুরোধ করা হচ্ছিল বন দফতরের তরফে৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে ও ফিরিয়ে আনতে গাড়ির ব্যবস্থাও করে ছিল বন দফতর। ছিল হাতি তাড়ানোর গাড়ি। বন দফতরের সেই হাতি তাড়ানোর গাড়িতেই আক্রমণ চালিয়ে ভাঙচুর চালিয়েছে দাঁতাল।

Train Cancel : ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু যাবে না পুরো পথ, বাতিল বেশ কয়েকটি ট্রেন