BRAKING NEWS

Elephant : হাতির মৃতদেহ লালগড় লকাট বিট অফিসের সামনে, মৃত্যুর কারণ অজানা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর বনবিভাগের অন্তর্ভুক্ত লালগড় রেঞ্জের কাটাপাহাড়ীতে লকাট বিট অফিসের সামনে উদ্ধার হল এক হাতির নিথর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে লকাট বিট অফিসের সামনে আলু জমিতে পূর্ণ্য বয়স্ক হাতিটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতরকে। তবে হাতিটির মৃত্যুর কারন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বন দফতর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।

Gopiballavpur : চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার