Elephant Ramlal : রামলালের চাল চুরি! গাড়ি থেকে চালের বস্তা নামিয়ে মহাভোজ

Elephant Ramlal : রামলালের চাল চুরি! গাড়ি থেকে চালের বস্তা নামিয়ে মহাভোজ

রামলালের ক্ষেত্রে দুষ্টু বদনাম নেই। কিন্তু মাঝেমধ্যে দস্যিপনা করতে সেও বোধহয় ভালোবাসে। শুক্রবার সকাল সকাল সে গাড়ি থেকে চুরি করলো চাল। তারপর বস্তার চালে সারলো মহাভোজ। ঘটনাস্থল ঝাড়গ্রামের বেলতলা।

ঝাড়গ্রামে গত কয়েকদিনে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক। গত কয়েক বছরে যা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে। ফলে হাতির উপস্থিতি এখন ঝাড়গ্রামবাসীর কাছে আতঙ্কের। কিন্তু সেই ঘটনাপ্রবাহে অন্যতম ব্যতিক্রম জঙ্গলমহলের প্রিয় হাতি রামলাল। শান্ত স্বভাবের হাতিটি জঙ্গলমহলের পথে ঘাটে অনেক অর্বাচীনের অনেক অত্যাচার সহ্য করেও শান্তই থাকে। কখনও কারও ক্ষতি সে করে না। জঙ্গলমহলের মানুষ তাকে ঘরের ছেলের মতোই ভালোবাসেন। কোনো বাড়ির উঠোনে গিয়ে দাড়ালে কেউ জলের কল চালিয়ে তাকে তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করে দেন। কোনো বাজারে গেলে অনেকে আনাজের ঝুড়ি থেকে আনাজ দেন। অনেক মহিলা হাতিঠাকুর জ্ঞানে তাকে প্রণাম করে কলাও এগিয়ে দেন। তবুও পাড়ার সুবোধ বালকটিরও বোধহয় কখনও কখনও দুষ্টুমি করতে ইচ্ছা হয়।

আরও পড়ুন:  Elephant Attack Jhargram : হাতির আক্রমণ হয়েই চলেছে! চাঁদাবিলা গ্রামে আহত এক

শুক্রবার সকালে রামলালের সেই দুষ্টুমি পরিলক্ষিত হল ঝাড়গ্রামের বেলতলায়। এই দিন সাত সকালে এফসিআই গোডাউনের সামনে দাড়িয়ে থাকা ট্রাক থেকে সে টেনে নামালো চালের বস্তা। তারপর সেখানে দাড়িয়েই ধীরেসুস্থে চালালো ভোজন পর্ব। এইদিনও সাধারণ মানুষের কোনোরকম ক্ষতিসাধন করেনি সে, শুধুমাত্র চালের বস্তা ‘চুরি’ ছাড়া।

আরও পড়ুন:  Jhargram Elephant Attack : হাতির হানায় ফের মৃত্যু! কলাইকুন্ডা রেঞ্জের বাকড়া বিটে দুর্ঘটনা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ