BRAKING NEWS

আন্ত্রিকের প্রকোপ ঘাটালের খড়ার পৌরসভা এলাকায়, আক্রান্ত প্রায় ৩০ জন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
আন্ত্রিকের প্রকোপে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভা এলাকা। আক্রান্ত প্রায় ৩০ জন। হাসপাতাল ও বাড়ি মিলেয়ে ১৫ জন আক্রান্ত চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, বিগত কিছুদিন ধরেই খড়ার পৌরসভার ৪, ৬,৭ নম্বর ওয়ার্ডে একের পর এক বাসিন্দা আন্ত্রিকে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকায় সরবরাহ করা পানীয় জল থেকেই ছড়াচ্ছে আন্ত্রিক। আক্রান্তদের পায়খানা, বমি সহ জ্বর হচ্ছে। ইতিমধ্যে পৌরসভার তরফে আন্ত্রিক ছড়ানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে৷ এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মেদিনীপুরে পুলিশ লাইন ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, উদ্যোগে জেলা প্রশাসন