BRAKING NEWS

Railway update : শালবনি-গড়বেতা সহ ১৫টি স্টেশনে লিফট ও এসকালেটর, লিফটের উদ্বোধন বাঁকুড়া স্টেশনে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বাঁকুড়া স্টেশনে উদ্বোধন হল প্যাসেঞ্জার লিফটের। অমৃত ভারত প্রকল্পের অধীনে বুধবার বাঁকুড়া স্টেশনে লিফটের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ড. সুভাষ সরকার। এছাড়াও অমৃত ভারত প্রকল্পে বাঁকুড়া সহ আদ্রা ডিভিশনের মোট ১৫টি স্টেশনে লিফট ও এসকালেটর স্থাপনের ঘোষণা করেছেন তিনি।

DA Medinipur: ডিএ-র দাবিতে প্রতীকী কর্মবিরতি সাবোর্ডিনেট কোর্ট স্টাফ অ্যাসোসিয়েশনের

বুধবার সকালে বাঁকুড়া স্টেশনে লিফটের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ড. সুভাষ সরকার। উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। উদ্বোধনের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, “অমৃত ভারত প্রকল্পে আদ্রা ডিভিশনের ১৫টি স্টেশনে লিফট ও এসকালেটর হবে। তার মধ্যে বাঁকুড়ায় লিফট হয়ে গেল, এখানে এসকালেটর হবে।” ঘোষিত স্টেশনগুলি হল – পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আদ্রা, বরাভূম, ভাগা, বার্ণপুর, চন্দ্রকোণা, গড়বেতা, আনাড়া, চান্ডিল, জয়চন্ডী পাহাড়, শালবনি, মধুকুণ্ডা, বোকারো।

Elephant Bankura : হাতির ভ্রুকুটি মাধ্যমিকে, পরীক্ষার্থীদের জন্য গাড়ি ও ঐরাবত বাহন বন দফতরের