Medinipur : জেলাশাসকের জনতার দরবারে প্রাক্তন মাওবাদীদের চাকরির আর্জি

Medinipur : জেলাশাসকের জনতার দরবারে প্রাক্তন মাওবাদীদের চাকরির আর্জি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
জেলাবাসীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাঁদের অভাব অভিযোগ শুনতে প্রতি মাসে ২ বার, ১৫ দিন অন্তর ‘জনতার দরবার’ শুরু করার কথা জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরী। সেই মত মঙ্গলবার মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে সাধারণ মানুষের মুখোমুখি হন তিনি। সেখানেই পুনর্বাসন প্যাকেজের আওতায় চাকরির দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হন প্রাক্তন মাওবাদীরা।

আরও পড়ুন:  Medinipur : কলাইকুণ্ডা থেকে বিমান উড়বে যাত্রী নিয়ে, ছাড়পত্র বায়ুসেনা ও কেন্দ্রের

একসময়ে মাওবাদী কার্যকলাপে উত্তাল ছিল জঙ্গলমহলের জেলাগুলি। খুন হয়েছেন শত শত মানুষ। এরপর পুলিশ ও যৌথবাহিনীর তৎপরতায় অবস্থার উন্নতি হয়। একাধিক মাওবাদী নেতার মৃত্যু হয়। রাজ্যের তরফে প্রাক্তন মাওবাদীদের জন্য চাকরি সহ পুনর্বাসন প্যাকেজের ঘোষণা হয়। আত্মসমর্পণ করে অনেকেই চাকরি পেয়েছেন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরী দরবারে হাজির হয়েছিলেন শতাধিক বাসিন্দা। তাঁদের মাওবাদী হওয়ার প্রমাণ দাখিল করে চাকরির আবেদন জানান।

আরও পড়ুন:  Bayron Biswas : বায়রন ছাড়লেন কংগ্রেসের হাত, অভিষেকের হাত ধরে তৃণমূলে

জেলাশাসকের কাছে আগত প্রাক্তন মাওবাদীদের দাবি, রাজ্যের পুনর্বাসনের আওতায় অনেক প্রাক্তন মাওবাদী চাকরি পেয়েছেন। কিন্তু তারা সমস্ত নথি জমা দেওয়া ও যাচাইয়ের পরেও এখনও চাকরি পাননি। জেলাশাসক জানিয়েছেন, আবেদনকারীদের আবেদন জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হচ্ছে এবং প্রশাসনিক স্তরেও উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ