BRAKING NEWS

Medinipur : জেলায় হচ্ছে রজনীগন্ধা চাষ, চাষিরা পাচ্ছেন বাড়তি মুনাফা

Medinipur : জেলায় হচ্ছে রজনীগন্ধা চাষ, চাষিরা পাচ্ছেন বাড়তি মুনাফা, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে চাষিদের প্রায়শই দেখা যায় ঋণ নিয়ে ধান বা আলু চাষ করতে। কিন্তু ক্ষতির কারণে পড়তে হয় সমস্যায়। বিকল্প হিসাবে তাই উঠে আসছে রজনীগন্ধা ফুলের চাষ। মেদিনীপুরের পিংলাতে রজনীগন্ধা ফুলের চাষ করে লাভ পাচ্ছেন চাষিরা।

পশ্চিম মেদিনীপুর জেলায় পিংলার গোগ্রামের চাষিরা বিকল্প চাষ হিসাবে বেছে নিয়েছেন রজনীগন্ধা ফুলের চাষকে। প্রজ্জ্বলা প্রজাতির রজনীগন্ধা চাষ হচ্ছে বহু বিঘা জমিতে। চাষিদের সূত্রে জানা গিয়েছে, রোপনের প্রায় ছমাসের মধ্যে ফুল ফোটে গাছে। সার, ওষুধ, চাষের শ্রমিক সহ মোট খরচ একর প্রতি প্রায় ১ লক্ষ টাকা। উৎপাদিত ফুল বিক্রি হয় কোলাঘাট, হাওড়া, কলকাতা সহ একাধিক ফুল বাজারে। এছাড়া রজনীগন্ধার মূল বীজ হিসেবেও বিক্রি করা হয়। ফলে লাভের অঙ্ক দেড় থেকে দু’লক্ষ টাকা পর্যন্ত হয়। এই বিকল্প চাষ মেদিনীপুরের অন্যান্য চাষিদের কাছেও আশার আলো হয়ে উঠতে পারে।

Garbeta : ফের কঙ্কাল কান্ড! সুশান্ত ঘোষের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে থানায় তৃণমূলের শ্যামল