Fighter Jets in Medinipur : আকাশে একাধিক যুদ্ধবিমান, কলাইকুন্ডায় ভারত-আমেরিকা যৌথ মহড়া

Fighter Jets in Medinipur : আকাশে একাধিক যুদ্ধবিমান, কলাইকুন্ডায় ভারত-আমেরিকা যৌথ মহড়া

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সোমবার পশ্চিম মেদিনীপুরের আকাশে দেখা মিললো বহু যুদ্ধ বিমানের। এফ-১৫, রাফাল থেকে তেজস চক্কর কাটলো আকাশে। কলাইকুন্ডার বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠিত হল ‘কোপ ইন্ডিয়া ২০২৩’, ভারত-আমেরিকার বায়ুসেনার যুদ্ধ বিমানের যৌথ মহড়া।

Fighter Jets in Medinipur : আকাশে একাধিক যুদ্ধবিমান, কলাইকুন্ডায় ভারত-আমেরিকা যৌথ মহড়া

এইদিন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার বায়ুসেনা ঘাঁটিতে ‘কোপ ইন্ডিয়া ২০২৩’ উপলক্ষ্যে একসঙ্গে মহড়া দেয় একাধিক মার্কিন ও ভারতীয় যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনা মহড়ায় তেজস, রাফাল, জাগুয়ার, সুখোই-৩০ এমকেআই প্রভৃতি যুদ্ধবিমান ব্যবহার করে। আমেরিকার তরফে এফ-১৫, সি-১৩০, এমসি-১৩০জে, সি-১৮ ও অন্যান্য শক্তিশালী যুদ্ধবিমান মহড়ায় অংশ নিয়েছিল। বিগত দু’সপ্তাহ ধরে চলা ‘কোপ ইন্ডিয়া ২০২৩’তে ভারতীয় ও আমেরিকান বায়ুসেনা যৌথ ভাবে কলাইকুন্ডা, পানাগড় ও আগ্রার বায়ুসেনা ঘাঁটিতে চলা মহড়া এইদিন সমাপ্ত হল।

আরও পড়ুন:  Dilip Ghosh : “কামানোর সুযোগ না থাকলে ভেগে যাবে”, তৃণমূলের বিধায়ক-সাংসদদের কটাক্ষ দিলীপের

Fighter Jets in Medinipur : আকাশে একাধিক যুদ্ধবিমান, কলাইকুন্ডায় ভারত-আমেরিকা যৌথ মহড়া

পৃথিবীর অন্যতম শক্তিশালী দুই দেশের সাংস্কৃতিক, যুদ্ধশৈলী ও পারস্পরিক বন্ধন শক্তিশালী করতে ২০০৫ সালে ভারতীয় ও মার্কিন বায়ুসেনা যৌথ ভাবে ‘কোপ ইন্ডিয়া’ শুরু করে। এরপর ২০০৬, ২০০৯, ২০১৮ সালের পর কোপ ইন্ডিয়া ২০২৩ অনুষ্ঠিত হল। ভারত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে চীনা যুদ্ধ ও ট্যাকটিক্যাল জাহাজের উপস্থিতি বেড়েছে। লাদাখ সীমান্ত নিয়েও গত বছর উত্তপ্ত দেখে ভারত ও চীন বৈদেশিক সম্পর্ক৷ সেই পরিস্থিতিতে এই ভারত ও আমেরিকার যৌথ বায়ুসেনা মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ