BRAKING NEWS

Jhargram Fire : হঠাৎ আগুন সিধু-কানু-বীরসা সেতু সংলগ্ন রাস্তার ধারের ঝোপঝাড়ে

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে আগুন আতঙ্ক। রবিবার দুপুরে হঠাৎ আগুন লাগে গোপীবল্লভপুরের সিধু কানু বীরসা সেতু সংলগ্ন রাস্তার ধারের ঝোপঝাড়ে। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। আতঙ্ক ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, এইদিন দুপুরের পর গোপীবল্লভপুরের সিধু কানু বীরসা সেতু সংলগ্ন চোরমুন্ডির দিকে ৯ নম্বর রাজ্য সড়ক লাগোয়া শুকনো ঝোপঝাড়ে আগুন পরিলক্ষিত হয়৷ খবর পেয়ে ঘটনা স্থলে এসে এলাকায় কর্তব্যরত পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে৷

Jhargram Police : ২ কোটি ৩৩ লক্ষ টাকার মোবাইল উদ্ধার করে প্রত্যর্পণ ঝাড়গ্রাম পুলিশের

ঘটনাস্থলের মাত্র কয়েক মিটার দূরে রয়েছে চোরমুন্ডি বাজার আর সেতুর অপর পারেই গোপীবল্লভপুর বাজার। ফলে আগুনের কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বন দফতরের অনুমান, রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দামি গাছ আগুনের কারণে নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Medinipur : এবার কি বন্ধ হবে সরকারি স্কুল! জেলায় ৬০১টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ এর কম, ঝাড়গ্রামে ৪৭৯টি