BRAKING NEWS

ক্ষীরপাইয়ের বস্তিতে আগুন, পুড়ে ছাই ৭টি ঝুপড়ি

ক্ষীরপাইয়ের বস্তিতে আগুন, পুড়ে ছাই ৭টি ঝুপড়ি, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার ক্ষীরপাই পৌরসভার ২ নং ওয়ার্ডের হালদার দিঘি এলাকায় বস্তিতে সোমবার ভোর রাতে লাগলো ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই ৭টি ঝুপড়ি।

জানা গিয়েছে, সোমবার ভোররাতে হালদার দিঘি এলাকায় বস্তিতে পর পর ৭টি ঝুপড়িতে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে গেছে ঝুপড়িগুলি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বিধ্বস্ত ঝুপড়িবাসী মানুষজন। তাঁদের সন্দেহ, ইচ্ছাকৃত ভাবে বস্তিতে আগুন লাগানো হয়েছে।

'পুরভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন খোদ বিধায়িকা জুন', মেদিনীপুরে অভিযোগ প্রার্থী সংঘমিত্রার

সোমবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক ও ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান। আপাতত ওয়ার্ড কাউন্সিলার ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য ও সাময়িক খাওয়ার দায়িত্ব নিয়ে সাহায্যের চেষ্টা করছেন। কিন্তু শীতের মধ্যে ঘর হারিয়ে দৃশ্যতই অসহায় ঝুপড়িবাসী পরিবারগুলি।