BRAKING NEWS

Kolaghat Fire : বিধ্বংসী আগুন পেট্রোল-ডিজেলের অবৈধ গোডাউনে, বেপাত্তা মালিক

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বিধ্বংসী আগুন পেট্রোল-ডিজেলের বেআইনি গোডাউনের মজুত করা তেলে। পুড়ে ছাই বাড়ি, বাইক অন্যান্য সামগ্রী। ঘটনাটি ঘটেছে কোলাঘাটের নোনাচক গ্রামে। পলাতক বাড়ির মালিক। ঘটনায় অসুস্থ এক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাটের নোনাচক গ্রামের বাসিন্দা শুকদেব প্রামাণিক দীর্ঘদিন ধরে বাড়িতে বেআইনি ভাবে মজুর রাখতেন পেট্রোল ও ডিজেল। মজুত জ্বালানি বেআইনি ভাবে বিক্রিও করতেন। বুধবার দুপুর ১ টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিকট শব্দে ফাটে মজুত তেলের ট্যাঙ্ক। স্থানীয় বাসিন্দারা খবর দেয় কোলাঘাট থানায়। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আসে দমকল। দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় ঐ বাড়িতে থাকা দুটি বাইক, সরঞ্জাম, বাড়ির অনেকাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক বাড়ির মালিক। ঘটনায় ওখানে কর্মরত এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তিনি কোলাঘাটের পাইকপারি হাসপাতালে চিকিৎসাধীন।