BRAKING NEWS

Medinipur : পুরসভার মার্কেট কমপ্লেক্সে ভয়াবহ আগুন, কুইকোটা আতঙ্ক

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শনিবার ভোর রাতে ভয়াবহ আগুন লাগলো মেদিনীপুর শহরের কুইকোটাতে থাকা পুরসভার মার্কেট কমপ্লেক্সে। এলাকায় আতঙ্ক। দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।

জানা গিয়েছে, শনিবার ভোররাতে মার্কেট কমপ্লেক্সে থাকা বিশ্বজিত দাস নামে এক ব্যবসায়ীর লটারি টিকিটের দোকানে আগুন লাগে। ভিতরে বিপুল পরিমান লটারির টিকিট মজুত ছিল। ফলে মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এলাকায় আরও দোকান রয়েছে। ফলে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবয় যায় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ৪০-৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। দমকল দ্রুত তৎপর না হলে আরও ভয়াবহ ক্ষতি হতে পারতো বলে জানিয়েছেন তাঁরা।

Kurmi : জঙ্গলমহলে ১ এপ্রিল থেকে শুরু 'ঘাঘর ঘেরা', আন্দোলনের রূপরেখা নির্ধারণ কুড়মি সমাজের