BRAKING NEWS

Jhargram : পুড়ে ছাই মাটির সৃষ্টি প্রকল্পে তৈরি ফলের বাগান, উঠছে আগুন লাগানোর অভিযোগ

আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের গোদারাস্তায় ২৭ একর জমির উপর তৈরি মাটির সৃষ্টি প্রকল্পের ফলের বাগান। স্থানীয় স্তরে অভিযোগ উঠেছে বাগানের ঝরা পাতায় আগুন লাগানোর।

প্রায় ২ বছর আগে গোদারাস্তায় ২৭ একর রুক্ষ জমিতে একশো দিনের কাজে ৩০০ পরিবার কাজ করেছিলেন। জমিকে উপযুক্ত করে তাতে তৈরি হয়েছিল ফলের বাগান। মঙ্গলবার দুপুরে হঠাৎই বাগানে আগুন পরিলক্ষিত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও অধিকাংশ বাগান পুড়ে ছাই। ৪০০ আমগাছ ও ৩০০ বেদানা গাছ বাদে সমস্ত গাছ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বাগানের রক্ষণাবেক্ষণের জন্য চাষিদের নিয়ে গঠিত সমবায়ের তরফে লিখিত ভাবে পঞ্চায়েত, প্রশাসনিক স্তর ও পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীদের অনুমান বাগানের শুকনো পাতায় কেউ আগুন জ্বালিয়েছিল, তা থেকেই এই অগ্নিকাণ্ড। অন্যদিকে বাগানে প্রায় ৩০০ পরিবার ১০০ দিনের প্রকল্পে কাজ করলেও প্রায় ১৫০ পরিবার গত বছরের কাজের মজুরি পাননি বলে অভিযোগ। প্রশাসনিক সূত্রের দাবি, কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজের টাকা না মেলাতেই মজুরি মেটানো যায়নি। পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে।