চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরের দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ফায়ার এন্ড এমার্জেন্সী সার্ভিসের ডিরেক্টর জেনারেল রনভীর কুমার। তিনি ঘোষণা করেছেন, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রেসিডেনসিয়াল, বিজনেস ও ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং প্ল্যান ও ফায়ার সেফটি সংক্রান্ত সমস্ত কাগজপত্রের কাজ এবার পশ্চিম মেদিনীপুর জেলা দমকল অফিস থেকেই সম্পন্ন হবে। প্রয়োজন পড়বে না কলকাতা অফিসে যাওয়ার।

জনপ্রিয় খবর:  Medinipur : কলাইকুণ্ডা থেকে বিমান উড়বে যাত্রী নিয়ে, ছাড়পত্র বায়ুসেনা ও কেন্দ্রের

এতদিন পর্যন্ত পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রেসিডেনসিয়াল, বিজনেস ও ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং প্ল্যান ও ফায়ার সেফটি সংক্রান্ত সমস্ত কাগজপত্রের জন্য কলকাতা যেতে হত। সেই সমস্ত কাজ সহজ হতে চলেছে ফায়ার এন্ড এমার্জেন্সী সার্ভিসের ডিরেক্টর জেনারেল রনভীর কুমারের ঘোষণার পর। মঙ্গলবার তিনি মেদিনীপুর আসেন। বৈঠক সারেন জেলা আধিকারিকদের সঙ্গে। সাম্প্রতিক সময়ে একাধিক বার জঙ্গলমহলের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সর্বস্তরে কথাবার্তা বলে তা সমাধানের আশ্বাস দিয়েছেন দমকল প্রধান।

জনপ্রিয় খবর:  Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন